শীতকালকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া: ন্যাটো

ইউক্রেন যুদ্ধে শীতের সময়টাকে রাশিয়া অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এ অভিযোগ করেছেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলটেনবার্গ। আগেই বলা হয়েছে, ইউক্রেনের বিদ্যুৎ ও অন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আরও হামলা চালাবে রাশিয়া- এ আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। এ জন্য রাজধানী কিয়েভ থেকে লোকজনকে অন্য স্থানে সরিয়ে নেয়া হতে পারে। ৬টি বাল্টিক এবং নরডিক দেশের প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেন সফরে যোগ দিয়েছেন এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তারা ইউক্রেনকে বৈদ্যুতিক জেনারেটর, গরম কাপড় এবং খাদ্য দেয়ার আহ্বান জানাবেন। এর উদ্দেশ্য সামনে কঠিনতম শীতের মাস। এ সময়ে ইউক্রেনের জনগণকে সহায়তা করার জন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে। কিয়েভে পৌঁছে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী উরমাস রেইনসালু বলেছেন, বেসামরিক বিদ্যুৎ নিরাপত্তা ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। সত্যিই এটা লজ্জার।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি সতর্ক করেছেন। বলেছেন, রাশিয়ার সেনারা নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে। তাদের হাতে আছে ক্ষেপণাস্ত্র। তাদেরকে থামানো যাবে না। এর জবাবে কি ব্যবস্থা নেয়া যাবে তা নিয়ে আলোচনা করতে সোমবার তার সরকারের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন জেলেনস্কি। তিনি পূর্বাভাস দেন- সামনের সপ্তাহ হবে অনেক কঠিন।
অক্টোবরের শুরু থেকে ইউক্রেনের বিদ্যুৎ বিষয়ক অবকাঠামোতে ভয়াবহ আকারে ক্ষেপণাস্ত্র ফেলা শুরু করে রাশিয়া। প্রতিটি হামলায় ক্ষয়ক্ষতি অনেক বেশি। কিয়েভ বলেছে, ইউক্রেনের অবকাঠামোতে টার্গেট করেছে রাশিয়া। তাদের উদ্দেশ্য বেসামরিক মানুষের ক্ষতি করা। এর মধ্য দিয়ে তারা যুদ্ধাপরাধ করবে। জবাবে বেসামরিক লোকজনের ক্ষতি করার ইচ্ছার কথা প্রত্যাখ্যান করেছে মস্কো।
এ অবস্থায় ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, তুষারপাত, বরফ আর জমাট ঠাণ্ডাকে পুজি করার চেষ্টা করছেন পুতিন। তিনি যুদ্ধক্ষেত্রে মুখোমুখি না হয়ে ইউক্রেনের জনগণের বিরুদ্ধে এসব করছেন। পুতিন এখন শীতকালকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। এটা এক ভয়াবহ বিষয়। আমাদেরকে আরও হামলার বিষয়ে প্রস্তুত থাকতে হবে। স্টোলটেনবার্গ রোমানিয়ার বুখারেস্টে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের বৈঠকের প্রাক্কালে এ কথা বলেন।