চবির খালেদা জিয়া হলের নাম মুছে দিল ছাত্রলীগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বেগম খালেদা জিয়া নামে ছাত্রীদের একটি আবাসিক হলের নাম মুছে দিয়েছে ছাত্রলীগ। একই সাথে প্রয়াত নারী মুক্তিযোদ্ধা তারামন বিবির নাম প্রস্তাব চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে।
গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত হয়ে হলের নামফলক, হল নির্দেশক ও উদ্বোধনী ফলক মুছে ফেলেন। এর আগে ছাত্রলীগের পক্ষ থেকে সমাজবিজ্ঞান অনুষদ ভবন নামে পরিচিত ড. মুহাম্মদ ইউনূস ভবন ও খালেদা জিয়া হলের নাম পরিবর্তনের জন্য প্রশাসনকে দাবি জানিয়ে আসছিল সংগঠনটি।
এ বিষয়ে চবি শাখা ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এতিমের অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত আসামী, অশিক্ষিত, জঙ্গীদের মদদাতাদের নামে কোনো স্থাপনা থাকতে পারেনা।
প্রক্টর স্যার আমাদের জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত সিন্ডিকেট সভার মাধ্যমে এটিকে পরিবর্তনের উদ্যোগ নিবেন। আমরা দেশের স্বাধীনতায় অসমান্য অবদান রাখা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তারা মন বিবির নামে হলটির প্রস্তাব রেখেছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, হলের নাম পরিবর্তনের বিষয়টি শুনেছি। তবে একটি সভায় উপস্থিত থাকায় তাদের আবেদনটি পাইনি।
একই কথা বলেছেন সাবেক সিনিয়র সহ সভাপতি মনসুর আলমও।
জানা যায়, ২০০৪ সালে বিএনপি সরকারে থাকার সময় ছাত্রীদের জন্য এটি নির্মাণ করা হয়েছিল। সেটির নামকরণ করা হয় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে।
চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সিনিয়র সহ- সভাপতি মনসুর আলম, আবদুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান বিপুল, প্রদীপ চক্রবর্তি দুর্জয়, আমির সোহেল, মুজিবুর রহমান, সাইকুল ইসলাম,ইব্রাহিম খলিল, রাজিব আকিব প্রমুখ ছাত্রলীগ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
এ দিকে বেগম খালেদা জিয়ার নাম মুছে ফেলার নিন্দা জানিয়েছেন জাতীয়তাবাদী ছাএদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি খোরশেদ আলম সহ অন্যান্য নেতৃবিন্দু।তারা বলেন,দেশমাতা বেগম খালেদা জিয়ার নাম মুছে দিলে কি হবে ,জনগনের মন থেকে জিয়া,বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নাম মুছা যাবেনা।