ছেলে ধরা গুজবে আতংকিত না হওয়ার আহবান

মোঃ মহিন উদ্দীন, হাটহাজারী সংবাদদাতাঃ
ছেলে ধরা গুজবে আতংকিত না হওয়ার আহবান জানিয়েছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম।

সম্প্রতি, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ম্যাসেজে দেখা যাচ্ছে, পদ্মাসেতুর জন্য মানুষের মাথার প্রয়োজন হচ্ছে, তাই ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে মাথা কেটে সেতুতে ব্যবহার করা হচ্ছে মর্মে আজগুবি খবর এখন পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মুখে মুখে। যা গুজব ছাড়া আর কিছুই না। এ সব কুসংস্কার আর গুজবে কর্ণপাত না করার অনুরোধ জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

গাউছিয়া মুনিরীয়া আহমদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শহিদুল্লাহ ফারুকীর কাছে ছেলে ধরা গুজবের ফলে মাদরাসায় শিক্ষার্থীর উপস্থিতি কমে যাচ্ছে কিনা জানতে চাইলে তিনি না বলে জানান এবং আরো বলেন সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার গভীর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না।

কাজীরখিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন জিয়া বলেন, কিছুই বুঝছি না। তবে বৃষ্টির কারণে হয়তো কমতে পারে।

একাধিক অভিভাবকরা জানান, এলাকায় ছেলে ধরা আসছে বলে মানুষের মুখে শুনছি। তবে বাস্তবতার কোন মিল দেখছি না।