বাঁশখালীতে ফিশিং ট্রলারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ নুরুল আমিন (৪৮) নামে এক জলদস্যুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার পশ্চিম বড়ঘোনা গ্রামের মৃত জাফর আহমদের ছেলে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টায় পশ্চিম বড়ঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন।
তিনি বলেন, কিছুদিন আগে আটক হওয়া আরেক জলদস্যু আনছারের কাছ থেকে নুরুল আমিন নতুন করে ডাকাতির প্রস্তুতি নেওয়ার তথ্য পেয়েছি। যার ভিত্তিতে তাকে ধরতে এ অভিযান চালানো হয়। এ সময় একটি দেশীয় তৈরি এলজি, এক নলা বন্দুক ও দুটি কার্তুজসহ ওই জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে অস্ত্রমামলা করা হয়।