চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন রাজনীতিবিদ,সমাজ সেবক ও শিক্ষানুরাগী আশরাফ উদ্দিন সিকদার।
রবিবার (১৩ এপ্রিল) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলীর স্বাক্ষরিত চার সদস্যের এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অভিভাবক প্রতিনিধি মোঃ সালাউদ্দিন সুমন, শিক্ষক প্রতিনিধি পদে মো. জাহাঙ্গীর আলম, ও সদস্য সচিব (পদাধিকারবলে) প্রধান শিক্ষক মো. শাহাদত হোসেন।
শিক্ষানুরাগী আশরাফ সিকদার প্রবীণ রাজনীতিবিদ এবং স্কারলেট এপ্যারেল লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর,জাফর-আয়শা ফাউন্ডেশন ও লাক্স প্রোপার্টিজ লিঃ এর চেয়ারম্যান। এছাড়া তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মানবিক কাজের সাথে জড়িত।