পহেলা বৈশাখ ১৪৩২ উপলক্ষ্যে চবি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের শুভেচ্ছা বাণী

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, শুভানুধ্যায়ী ও দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সমৃদ্ধ সাংস্কৃতিক গৌরবের প্রতীক। দিনটি আমাদের জাতিগত পরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ ও নবজাগরণের প্রেরণার উৎস। বৈশাখের প্রথম প্রহরে ‘এসো হে বৈশাখ’ গানে আমরা পুরাতন বছরের ক্লান্তি, গ্লানি ও দুঃখ ভুলে নতুন আশার আলোয় এগিয়ে চলার শপথ গ্রহণ করি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতির ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধ ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। বৈষম্যবিরোধী আন্দোলনোত্তর নতুন বাংলাদেশে বাংলা নববর্ষ উদযাপন হবে আমাদের ঐক্য, শান্তি ও প্রগতির পথযাত্রায় এক নতুন দিনের সূচনা।

বাংলা নববর্ষের এই মাহেন্দ্রক্ষণে আমরা মনেপ্রাণে ধারণ করছি জুলাই বিপ্লবের চেতনাকে, যা আমাদের অনুপ্রাণিত করে একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে। পাশাপাশি, আমরা নববর্ষ উদ্যাপনের মাধ্যমে সাংস্কৃতিক আগ্রাসন প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে স্বদেশী সংস্কৃতি চর্চা ও এর বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।

আসুন, আমরা সবাই মিলে বাংলাদেশে শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ, বৈষম্যহীন, মানবিক ও উন্নয়নমুখী সমাজ গঠনে একত্রিত হয়ে কাজ করি।