চট্টগ্রামের ঐতিহ্যবাহী ডিসি হিলে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বর্ষবরণের মঞ্চ ভাংচুর ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।
রাতে সংবাদমাধ্যম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আহমদ জসীম বলেন, ” এই হামলা দেশের অস্তিত্ব ও ঐতিহ্যের জন্য এক অশনিসংকেত।
ঘৃণিত স্বৈরাচার ও মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়াই করেই এ জাতি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ডিসি হিলে এই হামলা কেবল মঞ্চ ভাংচুর বা অনুষ্ঠান বানচাল নয়, এটা আমাদের বাঙালি সংস্কৃতি, লোকজ সমৃদ্ধ শিল্প এবং অতীতের লড়াইয়ের সকল অর্জনকে ধূলিসাৎ করারই অপচেষ্টা। দেশে আজ যখন মঙগল শোভাযাত্রার নাম পরিবর্তন করে এই অপচেষ্টাগুলোকে আরো উসকে দেয়া হয়েছে। সরকার মব সংস্কৃতি এবং মাজার ভাঙচুর,বিভিন্ন স্থাপনায় হামলা, ম্যূরাল ও মোটিফে আগুন লাগিয়ে দেয়ার ঘটনার মতোই ডিসি হিলে এই হামলা মোকাবেলায় ব্যর্থ ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। এই হামলা ও ভাঙচুরের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সকলের প্রতিবাদ সংগঠিত করতে হবে।”
প্রেস বিজ্ঞপ্তিতে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুততম সময়ে গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়।