চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, বিএনপির নেতাকর্মীরা যেখানে যায় সেখানে উৎসবে পরিণত হয়। আমরা যে এলাকায় যাচ্ছি সর্বস্তরের মানুষ আমাদের স্বত:স্ফুর্তভাবে গ্রহণ করছে। আনন্দ ও আগ্রহ নিয়ে তাদের বাড়িঘরে নিয়ে যাচ্ছে। তাদের দীর্ঘদিনের অব্যক্ত কথাগুলো আমাদের কাছে প্রকাশ করছে। এলাকার নানাবিধ সমস্যাগুলোর কথা তুলে ধরছে। সাধারণ মানুষের সাথে বিএনপি সম্পর্ক অত্যন্ত গভীর। কারণ বিএনপি জনগণের দল। বিএনপির অবস্থান জনগণের হদয়ের মনিকোঠায়। বিগত দিনে এলাকার এমপি কে? মন্ত্রী কে? মানুষ জানতো না। জনগণের সাথে তাদের সম্পর্ক ছিলনা। গত ১৫ বছরে মানুষের প্রত্যাশা পূরণে তারা সম্পূর্নভাবে ব্যর্থ হয়েছে। গণধিক্কিত হয়ে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
১৩ এপ্রিল (রবিবার) বিকেলে ০৫নং মোহরা ওয়ার্ড এর বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সর্বসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জমির আহমদ মানিক এর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করেছে। জনগণ চাই বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। গণতন্ত্রকে প্রকৃত রুপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে, আসুন এবার সবাই মিলে ভোটাধিকার প্রতিষ্ঠা করি। নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলি। তাহলে দেশে আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা হবে। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নিবে। তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ষোষণা করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, সাবেক য্গ্মু সম্পাদক আনোয়ার হোসেন লিপু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকিব উদ্দিন ভুইয়া, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূইয়া, চান্দগাঁও থানা যুবদলের সাবেক আহবায়ক গোলজার হোসেন, থানা বিএনপি নেতা সালামত আলী, মানিক চৌধুরী, বিএনপি নেতা ইব্রাহিম, সুজন, ডা.কেফায়েত উল্লাহ, মোহরা ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন, য্গ্মু আহবায়ক আজিজ, ফরহাদ, বাবর, ইয়াছিন, জামাল,শহিদুল, জাহাঙ্গীর আলম বাবলু, জয়নাল আবেদীন, আবদুর রহমান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মো. ইলিয়াস, ইমন, ছোটন, যুগ্ম সম্পাদক মনছুর আলম, রবিউল, সাবিত, সায়মন, সাইফুদ্দিন মানিক, ইরফান মামুন, বদি, রুবেল প্রমুখ।