গাজায় ইসরাইলী হত্যাযজ্ঞের প্রতিবাদে মানবাধিকার ফাউন্ডেশনের মানববন্ধন

ফিলিস্তিন ও গাজায় বর্বর ইসরাইল কর্তৃক নির্বিচারে গণহত্যার প্রতিবাদে এবং অবিলম্বে গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘের প্রতি দাবী জানিয়ে মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে রোববার (১৩ এপ্রিল) বিকেল চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মোহাম্মদ আলমগীর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লায়ন মতিউর রহমান সৌরভ এর সঞ্চালনায় মানববন্ধনে মূল বক্তব্য উত্থাপন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ-সভাপতি এস এম সাহাব উদ্দিন। বক্তব্য রাখেন সহ-সভাপতি হারুনুর রশিদ দিদার, সহ-সভাপতি নুরুন্নবী মিয়া, লায়ন হাবিবুল্লাহ চৌধুরী স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী রাজু, সাংগঠনিক সম্পাদক ডাক্তার মীর হোসেন মাসুম, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাদের, দপ্তর সম্পাদক নুরজামাল চৌধুরী, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রউফ এবং মিজানুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আলী, রাব্বি হোসেন জাহেদ, মো: আলাউদ্দিন, নিয়াজ মাখদুম মাসুম, শামীমা আক্তার,আমেনা বেগম ডলি, মরিয়ম আক্তার পিংকি, নাজমা আক্তার প্রমূখ।

বক্তারা বলেন, দখলদার ইসরাইল কর্তৃক গাজা ও ফিলিস্তিনে বর্বর হত্যাকান্ড আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ। আমেরিকা ও ইসরাইলের হাতে প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে বিশ্ব মানবতা-বিশ্ব মানবাধিকার যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ফিলিস্তিন ও গাজা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় জাতিসংঘ ওআইসি সহ বিশ্বের নেতৃত্ব স্থানীয় কোন সংস্থা বা রাষ্ট্র এ বর্বরতা নৃশংসতা প্রতিরোধে কোন ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। বিশ্বের বিবেকবান রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্রসমূহ যৌথভাবে ইসরাইলের বিরুদ্ধে যৌথভাবে সামরিক অভিযানের মাধ্যমে পাল্টা ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি বলে মানবাধিকার ফাউন্ডেশনের মানববন্ধন থেকে বক্তাগণ অভিমত ব্যক্ত করেন।