সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জোড়আমতল এলাকার বাংলাবাজার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. আলী ওই এলাকার দীল মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবক বিকেলে রান্নাঘরে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে প্রথমে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ইফতেখার আহম্মদ জুয়েল।