মালয়েশিয়ায় ৩ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, বাংলাদেশি শ্রমিক দগ্ধ

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সুঙ্গাই বুলোহর জালান কামপুং বারু এলাকায় তিনটি কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে এক বাংলাদেশি শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। তবে, দগ্ধ বাংলাদেশির নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

সেলাঙ্গর রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট শনিবার (৫ এপ্রিল) দুপুর ১টা ৪১ মিনিটে ঘটনাটি সম্পর্কে একটি জরুরি কল পায়, এরপর সুঙ্গাই বুলোহ ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন থেকে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়।

সেলাঙ্গর জেবিপিএমের এক মুখপাত্র জানিয়েছেন, দ্বিতীয় ধাপে গুরুতর দগ্ধ ওই বাংলাদেশিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সুঙ্গাই বুলোহ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় একটি টয়োটা হাইলাক্স গাড়ি শতভাগ পুড়ে গেছে এবং একটি গাড়ি ১০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া আগুনে একটি কাপড়ের কারখানা এবং একটি পুনর্ব্যবহারযোগ্য কারখানা ৮০ শতাংশ পুড়ে গেছে।

একইসঙ্গে একটি লোহার কারখানা ৭০ শতাংশ পুড়ে গেছে এবং অন্যদিকে পাশে থাকা একটি কাঠের কারখানা ৯০ শতাংশ পুড়ে গেছে বলে জানান জেবিপিএমের মুখপাত্র।