হঠাৎ গায়েব মেসেঞ্জারে পাঠানো ছবি!

আপডেটসহ নানা কারণেই প্রায়ই সমস্যা দেখা দেয় মেটা নিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপে। তবে এবার দেখা যাচ্ছে না মেসেঞ্জারে পাঠানো পুরনো ছবি, ফাইল ও লিংক।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরের পর থেকে এ সমস্যায় পড়েন মেসেঞ্জার ব্যবহারকারীরা।

মেসেঞ্জার ব্যবহারকারীদের অভিযোগ, আজ দুপুরের পর থেকেই দেখা যাচ্ছে না মেসেঞ্জারে পাঠানো পুরনো ছবি, ফাইল ও লিংক। এতে বিপাকে পড়তে হচ্ছে তাদের।

মেহেদী হাসান আরিফ নামে এক ফেসবুক ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘হঠাৎ করেই গায়েব হয়ে গেল মেসেঞ্জারের মিডিয়া ফাইল।’

মাহমুদ বাপ্পী নামে একজন মজার ছলে লিখেছেন, ‘সবার মেসেঞ্জার থেকে সব মিডিয়া, ফাইল, লিংক গায়েব হয়ে গিয়েছে। মেসেঞ্জারে যে সংসার ছিল সব গায়েব।’

নুরুজ্জামান শুভ নামে এক গণমাধ্যমকর্মী বলেন, বন্ধুকে পাঠানো পুরনো ফাইল খুঁজতে যেয়ে বন্ধুর ইনবক্সে যেয়ে দেখি ‘মিডিয়া, ফাইলস এবং লিংকস’ অপশনে কোনো ছবি বা ফাইল দেখা যাচ্ছে না। অথচ এই মুহূর্তে ফাইলটি আমার খুবই প্রয়োজন ছিল।’

আর বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী সিনিথিয়া বলেন, ‘আমার এক বন্ধু আমাকে ফোন করে জানাল মেসেঞ্জারে আগের ছবি দেখা যাচ্ছে না। ওর কথা শুনে চেক করে দেখি সত্যিই কোনো পুরনো ফাইল, ছবি কিছুই দেখা যাচ্ছে না।’

তবে ইতোমধ্যে কয়েক ঘণ্টা অতিবাহিত হলেও এ ব্যাপারে এখনও কিছু জানায়নি মেটা কর্তৃপক্ষ।