বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বাণিজ্যিক রকেট কোম্পানি স্পেসএক্স-এর নতুন রকেট স্টারশিপের প্রথম উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) টেক্সাস অঙ্গরাজ্যের ‘বোকা চিকা’ ফ্যাসিলিটি থেকে রকেটটির প্রথম অরবিটাল ফ্লাইটের কথা ছিল। সেটি স্থগিত করে একটি পরীক্ষামূলক রিহার্সালের সিদ্ধান্ত নেয়া হয়।
স্টারশিপ এখন পর্যন্ত তৈরি করা সবচেয়ে বড় রকেট, যা ১০০ জনকে বহন করতে সক্ষম। স্পেসএক্সের সিইও ইলন মাস্ক মনে করেন, তার মহাকাশযান মানুষকে মঙ্গলগ্রহে নিয়ে যেতে সক্ষম হবে।
অবশ্য রকেট স্টারশিপের প্রথম উৎক্ষেপণ সফল হওয়া নিয়ে আগেই শঙ্কায় ছিলেন ইলন মাস্ক। রোববার (১৬ এপ্রিল) টুইটার স্পেসে তিনি বলেন, ‘সফলতার ব্যাপারে আশান্বিত হওয়া উচিত হবে না। এটি খুবই ঝুঁকিপূর্ণ ফ্লাইট। এটি অনেক জটিল ও বিশাল রকেটে প্রথম উড্ডয়ন-চেষ্টা।’
এছাড়া যুক্তরাষ্ট্রের টেক্সাসের যে স্থান থেকে স্টারশিপ উড্ডয়নের কথা, সেখানকার আবহাওয়া বিবেচনায় শেষ পর্যন্ত উড্ডয়ন-চেষ্টা স্থগিতও করা হতে পারে বলে জানিয়েছিলেন তিনি। অবশেষে সেটিই হলো।
মার্কিন মহাকাশ সংস্থা নাসা ২০২৫ সালের শেষ নাগাদ স্টারশিপে করে চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনা করছে। এই মিশনের নাম আর্টেসিম তৃতীয়। ১৯৭২ সালে অ্যাপোলো কর্মসূচি শেষ হওয়ার পর এবার আবার চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।
স্টারশিপে দুটি ভাগ আছে। ওপরের ভাগে আছে ৫০ মিটার লম্বা স্পেসক্রাফট, যেটিতে করে নভোচারী ও কার্গো যাতায়াত করবে, আর নিচের ৭০ মিটার অংশে থাকবে সুপার হেভি বুস্টার রকেট।