টেকনাফে চাকমারকূল ২১নং ক্যাম্পে স্বশস্ত্র হামলার প্রস্তুতির খবর পেয়ে এপিবিএন পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে অস্ত্র, বিপূল পরিমাণ রামদা ও মিয়ানমারের রেজিঃ কার্ডসহ ৬জনকে আটক করেছে।
২০ জানুয়ারী (বুধবার) রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফের ২১নং চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের ৩২০নং ঘরে আমান উল্লাহর বাড়িতে ৮/১০জন স্বশস্ত্র ক্যাম্পে হামলার প্রস্তুতির খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাড়িটি ঘেরাও করে। পরে ঘরটি তল্লাশী করে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি,১৯টি বিভিন্ন সাইজের রাম দা,সহ ব্লক-ডি১/৬ এর আবু তাহেরের পুত্র মোঃ ইসমাইল (২২), ব্লক-এ/৫ এর মৃত বদির আহমদের পুত্র মোঃ খায়রুল ওরফে ইসমাইল মাঝি (৩৩), ব্লক-ডি/২ এর ১১৫নং রোমের সাব্বির আহমদের পুত্র মোঃ ছালাম (২২), ব্লক-এ/৭ এর সৈয়দ হোসনের পুত্র মোঃ হারুন (৩১) এবং ব্লক-ডি/৬ এর মৃত দ্বীন মোহাম্মদের পুত্র মোঃ জামাল আহমদ মাঝিকে আটক করে।অপরদিকে ১৯ জানুয়ারী রাত ৭টারদিকে বহিরাগত পুরান রোহিঙ্গা নাইক্ষ্যংছড়ি উপজেলার পূর্ব বাইশারী আলিপাড়ার নজু মিয়ার পুত্র পারভেজকে বেপরোয়া চলাফেরা করার সময় আটক করে। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ব্লক-সি/১ এর শফিক আহমদের পুত্র রোহিঙ্গা সন্ত্রাসী আতা উল্লাহর ঘরে অভিযান চালিয়ে ৩০ইঞ্চি লম্বা ১টি রামদা, সেভেন গিয়ার চাকু ১টি, ১টি গুলতি, ২টি মোবাইল সেট, ৯টি এফসিএন কার্ড, মায়ানমারের রেজিঃ কার্ডের ফটোকপি ১৩টি উদ্ধার করা হয়।এই ব্যাপারে সংশ্লিষ্ট ধারার পৃথক আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রাদি,মালামালসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে পলাতক আসামীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে বলে ১৬ এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক নিশ্চিত করেন।
চাকমারকূল ক্যাম্পে পৃথক অভিযানে অস্ত্র ও রামদাসহ আটক-৬
শামসু উদ্দীন টেকনাফ, কক্সবাজার প্রতিনিধি :::










