রাউজানে গৃহহীন পরিবারের জন্য বহুতল ভবন নির্মান করা হবে

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি ঃ
রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ড পশ্চিম রাউজান আশ্রয়ন প্রকল্পের প্রস্তাবিত এলাকা পরিদর্শন ও স্থানীয় অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাউজান উপজেলা নির্বাহী কর্মকরতা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৬ শামীম আহম্মেদ। বক্তব্য রাখেন জেলা পরিষদ কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হোসাইন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্ল্যাহ আল মাহমুদ ভূইঁয়া, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর সভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুণ, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নূরুল আলম দ্বীন, পৌর কাউন্সিলর জানে আলম জনি, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহম্মদ, মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, লায়ন শাহাবুদ্দিন আরিফ, প্রিয়তোষ চৌধুরী, নুরুল আবছার বাঁশি, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, হারুন আর রশিদ টিপু, পৌর মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, ভূমিহীন আজগর আলী সহ উপজেলার বিভিন্ন অফিসার গন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচাক-৬ শামীম আহম্মেদ বলেন, ১৯৮১ সালে প্রধানমন্ত্রী নিজের বাড়ীতে প্রবেশ করতে পারে নাই। এসময় নিরাপত্তার অজুহাতে নিকট আত্বীয় স্বজনের বাসায় ঠাঁই পাইনি। তখন তিনি হয়েছেন গৃহহীন। তাই গৃহহীন মানুষকে বাসস্থান নিশ্চত করতে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেন। ১৯৯৬ সালে ক্ষমতায় আসলে তিনি আবাসন প্রকল্প গ্রহন করেন। মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে যার জমি আছে ঘর নেই তাদের বাড়ি করে দিচ্ছেন প্রধানমন্ত্রী। নতুন করে সরকার চিন্তা করছেন জমি নেই এইসব ভুমিহীন পরিবার ভাড়া বাসায় আত্বিয় স্বজনের বাড়ীতে বসবাস করছে । এসব ভুমিহীন পরিবার ও দিনমজুর ভুমিহীন পরিবারের সদস্যদের জন্য জমি দিয়ে জমিতে পাকা ভবন নির্মান করে তাদের পুর্ণবাসন করার প্রকল্প নিয়েছে রাউজানে প্রকল্পের স্থান নির্ধারন করা হয়েছে ।