ভূমি ও গৃহহীন এক আ’লীগ পরিবারের আর্তনাত

লিটন কুতুবী:
দীর্ঘ যুগযুগ ধরে সরকার দলীয় আ’লীগের কর্মী হিসেবে এলাকায় কাজ করে গেলেও অর্থের অভবে নিজের নামে বসতগৃহ ও ভিটি করতে পারেনি। মাঠে মযদানে আ’লীগ সংগঠনের কর্মী হিসেবে কাজ করে বর্তমানে ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক পদে আসিন আছেন। শ্রমজীবির কাজ করে যা উপার্য়েয় অর্থ দলের জন্য ব্যয় করেন। যার ফলে নিজের পরিবারের জন্য করতে পারেনি বসতঘর ও ভিটি। বর্তমানে বেড়িবাঁেধর পাশে খাস জায়গায় পলিথিনের চাউনির ঘরে বসবাস করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প -২ এর আওতায় জমি আছে,ঘর নেই,গৃহহীন পরিবারে গৃহ নির্মাণ প্রকল্পের তালিকায় অন্তভূক্তি করার জন্য এ গৃহহীন পরিবার ইউএনও কুতুবদিয়া বরাবরে জায়গাসহ গৃহ বরাদ্দের জন্য লিখিত আবেদন করেন। আবেদন সূত্রে জানা গেছে,কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপের আলী আকবর ডেইল ইউনিয়নের পূর্ব তাবলরচর ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হকের স্ত্রী রুজিনা আক্তার। তাদের সংসারে ৪ কন্যা ১ ছেলে। কুতুবদিয়া দ্বীপের দক্ষিণ উপকূল বঙ্গোপসাগরে ভাঙ্গন কবলিত এলাকা তাবলরচর গ্রামে বসবাস করছে। বিগত বিএনপি সরকার আমলে জিয়াবুল হক রাজনৈতিক প্রতিহিংসায় প্রায় ১২টি মামলার আসামী হয়েছে। বিগত ঘূর্ণিঘড়ে তার পৈত্রিক ঘরবাড়ি সাগরে তলিয়ে গেছে। বর্তমানে বেড়িবাঁেধর পাশে খাস জায়গায় বসবাস করে যাচ্ছে। এমন অর্থ নেই ভিটির জায়গা ক্রয় করে ঘর নির্মাণ করার। প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় জমি আছে,ঘর নেই, প্রকল্পে সরেজমিনে তদন্তপূর্বক ঘর বরাদ্দ দেয়ার আহবান করেন এ পরিবার।