আবদুচ ছালামের মা মাবিয়া খাতুন ইন্তেকাল করেছেন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের মা মাবিয়া খাতুন ইন্তেকাল করেছেন। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরের পর নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

৯২ বছর বয়সী রত্নগর্ভা এ নারী সহ তার পরিবারের ১৮ সদস্যই গত ২২ অক্টোবর করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে গত ২৭ অক্টোবর ১৮ জনের মধ্যে ১৭ জনের করোনা নেগেটিভ আসলেও শারিরীক অবস্থার অবনতি হতে থাকে মাবিয়া খাতুনের। আজ দুপুরের পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেছেন মাবিয়া খাতুনের ভাগিনা ও মোহরা ৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী কাজী নুরুল আমিন মামুন। আজ রাত ৯টায় মোহরায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

একান্নবর্তী মোহরার এ পরিবারের অভিভাবক মাবিয়া খাতুনের বড় সন্তান আবদুচ ছালামের পাশাপাশি অন্য ৫ ছেলেও সমাজে প্রতিষ্ঠিত। তার মেজ ছেলে সৈয়দ নুরুল ইসলাম ওয়েল গ্রুপের সিইও ছাড়াও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপদেষ্টার দায়িত্বে আছেন। আরেক ছেলে দূরবীণ ব্যান্ডের প্রধান সৈয়দ শহীদুল ইসলাম।