কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: চার দফা আদায়ের দাবিতে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় গুলোর শিক্ষকদের কর্মবিরতির অংশ হিসেবে কাপ্তাই উপজেলাধীন নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি চলছে। এতে বন্ধ রয়েছে বিদ্যালয়টির বার্ষিক পরীক্ষা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণী বড়ুয়া বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তারাও কর্মবিরতি পালন করে যাচ্ছেন। পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশনা আসলে তারা আবারো বিদ্যালয়ের কার্যক্রম শুরু করবেন। সরকার যদি দাবী মেনে নেয় তাহলে শিক্ষকরা শিক্ষার্থীদের কথা চিন্তা করে প্রয়োজনে শুক্র ও শনিবার বন্ধের দিনেও ক্লাস পরীক্ষা চালিয়ে যাবেন। তিনি সরকারের প্রতি দাবী গুলো মেনে নেওয়ার অনুরোধ জানান।
এদিকে, শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা স্থগিত থাকায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারেনি। ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এই সমস্যা দ্রুত সমাধান করার আহবান জানান।
এবিষয়ে কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান বলেন, উর্ধতন কর্তৃপক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে, শিক্ষার্থীদের কথা চিন্তা করে যেন শ্রেণী কার্যক্রম পরীক্ষা চলমান রাখা হয়। তবে কাপ্তাইয়ের এক মাত্র সরকারি নারানগিরি উচ্চ বিদ্যালয়ে বর্তমানে শিক্ষকদের কর্মবিরতিতে বন্ধ রয়েছে বার্ষিক পরীক্ষা। তবে চেষ্টা করা হচ্ছে এবিষয়ে সমাধান করে যেন পুনরায় পরীক্ষা দ্রুত শুরু করা যায়।








