সেলিম উদ্দিন, ঈদগাঁও: কক্সবাজারের ঈদগাঁওয়ে পোলিং এজেন্টদের প্রশিক্ষন দেয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সমানে রেখে উপজেলার সব ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালনের জন্য মনোনীত পোলিং এজেন্টদের জন্য এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখা।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে আলামাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত ‘পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসাইন।

কর্মশালায় বিভিন্ন বিষয়ের ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা জামায়াত আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী, সেক্রেটারী মাওলানা নূরুল আজিম, নায়েবে আমীর হাফেজ মাওলানা ছৈয়দ নূর ও সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ছৈয়দুল আলম প্রমুখ।
এতে বক্তারা বলেন, ভোট কেন্দ্রে দায়িত্বরত পোলিং এজেন্টদের কঠোর অবস্থানে থাকতে হবে, যেন প্রতিপক্ষ দল কেন্দ্রের ভিতর অনিয়ম করতে না পারে।
আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী দেশবাসীর কাছে ৫ দফা দাবি তুলে ধরেছে। জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়।
ঈদগাঁও সদর ইউনিয়ন জামায়াত আমির অধ্যাপক হাকিম আলী, সেক্রেটারী মাওলানা সুলতান আহমদ, জালালাবাদ ইউনিয়ন আমীর ডা. সোলাইমান মোর্শেদ ও ঈদগড় ইউনিয়ন আমির ডা. মহসিন প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।










