আনোয়ারায় আস্থার আলোর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আনোয়ারায় আস্থার আলো আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড় রাজমহল রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবর্ধনা সভায সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শেখ আব্দুল্লাহ।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোর্শেদ মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমীর প্রকৌশলী প্রশিক্ষক ও বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মেরিন ইঞ্জিনিয়ার আতিকুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহিলা কলেজের প্রভাষক শফিকুল হায়দার রোজেন, আনোয়ারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন শাহ, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি এনামুল হক নাবিদ, সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিন একাডেমির প্রতিনিধি মোহাম্মদ নেজাম উদ্দিন, ফাউন্ডেশনের সহ-সভাপতি জুনায়েদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনির উদ্দিন, অর্থ সম্পাদক শফি আলম, সদস্য শাহজাহান, ফরহাদ, ফয়সাল, সাইফুল প্রমুখ।

সভায চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম স্থান অধিকারী তানজিম মেহজাবিন চৌধুরীকে ও সংবর্ধিত করা হয়।

সভায বক্তারা বলেন পড়াশোনায় ভালো ফলের ধারা অব্যাহত রেখে জীবনের সফল হতে হবে। আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে লক্ষ্যে এগিয়ে যেতে হবে এবং মানবিক ও মানুষের মত মানুষ হতে হবে।