কোন শক্তিই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় রুখতে পারবে না: নুরুল আমিন

মিরসরাই প্রতিনিধি : ‘নির্বাচন ও গণভোট একই দিনের ঘোষনায় ৭১ এর পরাজিত শক্তির ষড়যন্ত্র আবার পরাজিত হয়েছে। আগামী জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে ৭১ এর পরাজিত শক্তি নির্বাচনের আগে গনভোটের দাবি তোলে। তাদের সে স্বপ্ন জাতির উদ্দ্যেশে প্রধান উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে ভেঙ্গে গেছে। আমরা গত ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি। এখন আর ফ্যাস্টিস্টের বিরুদ্ধে নয়, সারাদেশে ধানের শীষ প্রতীকের বিজয় ছিনিয়ে আনার আন্দোলন করতে হবে। কোন শক্তিই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় রুখতে পারবে না’।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে মিরসরাই উপজেলা স্টেডিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় সংহতি ও বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক মহব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ার‌্যান এসব কথা বলেন।

বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও মিরসরাই মিনি স্টেডিয়ামে মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিমের যৌথ সঞ্চালনায় মহা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করার জন্য রাজপথে যে সকল নেতা ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। যারা আন্দোলন সংগ্রামে ভিন্ন ভিন্ন নেতার নেতৃত্বে অবদান রেখেছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। নানান মানুষ নানান মত দেশ বাঁচাতে ঐক্যমত। ব্যক্তির যেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। শহীদ রাষ্ট্রপতি জিয়া উর রহমানের শ্লোগানকে ধারণ করে আমরা ভিন্ন ভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ধানের শীষ প্রতীক পাওয়ার জন্য আন্দোলন করেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক ঘোষণা করার মধ্য দিয়ে আমাদের প্রতিযোগিতা শেষ হয়েছে। তিনি আমাকে ধানের শীষ প্রতীক উপহার দিয়েছেন। যারা মনোনয়ন চেয়েছেন কিন্তু পান নাই তারাও দলের জন্য গুরুত্বপূর্ণ। নির্বাচনে মিরসরাই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আপনারা মনে কষ্ট না নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপর আস্থা রেখে, বিএনপির প্রতীকের নির্বাচনী কার্যক্রমে সামিল হবেন। আমার বিশ^াস আপনারা বিএনপির পরীক্ষিত নেতা। আপনারা বিএনপির প্রতীককে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। আমরা আপনাদের অভাব অনুভব করছি। আপনাদের মিছ করছি। আমরা আপনারদের সহযোগিতার আশায় আছি।
নুুরুল আমিন চেয়ারম্যান আরো বলেন, ‘আমার ছবি ব্যবহার করে বিভিন্ন মানুষের বাসা, বিলবোর্ড যারা ব্যানার, পোস্টার লাগিয়েছেন তারা দ্রæত সব নামিয়ে ফেলবেন। কাউকে কষ্ট দিয়ে নির্বাচনী প্রচারণা আমরা করবো না। সমাবেশের জন্য কষ্ট পাওয়ায় যাত্রী সাধারণ, দোকানদার ও স্থানীদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমাকে দায়িত্ব দিয়েছেন ধানের শীষকে পাহারা দেওয়ার জন্য। মালিক করেননি। ধানের শীষ প্রতীককে জনপ্রিয় করার জন্য আমার নেতা তারেক রহমান দায়িত্ব দিয়েছেন। আপনারা সবাই তারেক রহমানের সালাম নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। প্রত্যেকে নিজ নিজ পরিবারে ধানের শীষ প্রতিকের পক্ষে ক্যাম্পেইন করবেন। আপনার নিজের বাড়ি ও বাড়ির পাশের প্রতিবেশীর কাছে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য সবাইকে একমত করে নিবেন।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালাউদ্দিন সেলিম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস.এম মুরাদ, শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য লায়ন আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সহ-সভাপতি নুর হোসেন চেয়ারম্যান, বিএনপি নেতা দাউদুল ইসলাম মিশন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম পারভেজ, সাবেক আহবায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, বিএনপি নেতা মোশারফ হোসেন, সিরাজুল হক, শাহিনুল ইসলাম স্বপন, নাজমুল হক সোহাগ, মঞ্জুরুল হক মঞ্জু, নুর উদ্দিন জাহিদ, আলা উদ্দিন, আজিজুল হক, নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, উপজেলা জাসাসের সভাপতি মেশকাত উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, সহ-সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফ, সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, মিরসরাই উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু দাউদ, যুবদল নেতা মোজাম্মেল হোসেন রানা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব মোহন দে, মিরসরাই পৌরসভা যুবদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম বাদশা, ছাত্রদল নেতা নাঈম সরকার।