আরাকান আর্মি ২ ট্রলারসহ ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে

বঙ্গপোসাগরে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হয়েছে ১৩ বাংলাদেশি জেলে।

বুধবার (১২ নভেম্বর) সকালের দিকে মিয়ানমার ভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক বরাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মিয়ানমার ভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্কের বরাতে জানা যায়, আরাকান আর্মির সদস্যরা আরাকানের জলসীমা থেকে বাংলাদেশি ১৩ জেলেকে আটক করেছে। সিত্তে টাউনশিপের কো-তান-কাউক গ্রামের প্রায় ১.৭৭ কিলোমিটার পশ্চিমে, সকাল সাড়ে ৭ টার দিকে টহল দল মাছ ধরার সময় ৬ জন জেলেকে আটক করে আরাকান আর্মি। এসময় একটি কাঠের নৌকা, ৭৭ কেজি মাছসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এছাড়া সকাল ৮টা ৪৬ মিনিটে উপকূল থেকে প্রায় ৩.৯ কিলোমিটার দূরে কিয়ো-তান-কাউক গ্রাম এবং চেইন-খা-লি গ্রামের মধ্যে টহল দল ৭ জন জেলেকে আটক করে। যাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় নৌকাটি নোঙর করে রাখা হয়। ওই নৌকা থেকে জব্দ করা জিনিসপত্রের মধ্যে রয়েছে একটি কাঠের নৌকা, প্রায় ১০৩ কেজি মাছ/চিংড়িসহ বিভিন্ন সরঞ্জাম।

এদিকে টেকনাফ কে কে পাড়ার জেলে রশিদ আহমেদ জানান, টেকনাফ সদর শীলবনিয়া পাড়ার আরমানের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলারসহ ৭ জন জেলে আরাকান আর্মির হাতে আটক হয়েছে বলে জেনেছি। বাকি ৬ জনের বিষয় বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন জানান, জেলেদের আটকের বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও আমাদেরকে কেউ কিছু জানায়নি। তবু আমি খোঁজ নিয়ে দেখছি। তবে বাংলাদেশের জলসীমা অতিক্রম না করার বিষয়টি খেয়াল রাখাটা জরুরি।