বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। অভিনেতার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ট বন্ধু ও আইনজীবী ললিত বিন্দাল।
গোবিন্দের অসুস্থতার কথা জানিয়ে তিনি বলেন, ‘গোবিন্দ হঠাৎ অজ্ঞান হয়ে পড়ার পর তাকে জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং তার অবস্থা স্থিতিশীল। বর্তমানে তার বিভিন্ন পরীক্ষা চলছে, রিপোর্টের অপেক্ষায় আছি।’

এদিকে অভিনেতার অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার অনুরাগীরা। অভিনেতার ম্যানেজারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে বর্তমানে গোবিন্দার শারীরিক অবস্থা স্থিতিশীল।
অভিনেতার ম্যানেজারের ভাষ্য, ‘ওঁনার (গোবিন্দ) একটু মাথায় চাপ সৃষ্টি হয়েছিল তাই চিকিৎসার জন্য তাঁকে নিউরোলজিস্টের পরামর্শে হাসপাতালে ভর্তি করেছি। বর্তমানে চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করছেন। স্যার এখন অনেকটা ভালো আছেন, বিশ্রাম নিচ্ছেন—উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম কেন তাঁর মাথা ঘুরেছিল। যেহেতু বিষয়টি স্নায়বিক তাই ডাক্তার তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দেন। তাঁর মেয়ে টিনা এখন
গত বছরের অক্টোবর মাসেও গোবিন্দা একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেসময় তিনি নিজের লাইসেন্সধারী অস্ত্র দিয়ে নিজের পায়ে গুলি করেছিলেন। এ ঘটনায় তাঁর হাঁটুর নীচে গুরুতর ক্ষত তৈরি হয় এবং এক ঘণ্টার অস্ত্রোপচারের পর সফলভাবে বুলেটটি সরানো হয়।











