চকরিয়া সাহারবিল ইউপি চেয়ারম্যান চট্টগ্রামে আটক

কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবী হোছাইনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানাধীন তেলিপাট্টী দরগা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

চকবাজার থানার ওসি জাহিদুল কবির জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে পুলিশ ফোর্স নিয়ে তাৎক্ষণিক অভিযান চালাই। এ সময় তেলিপাট্টীর দরগা সড়ক দিয়ে সরে যাওয়ার চেষ্টা করেন। পরে চতুর্দিকে ঘেরাও করে নবী হোছাইনকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, শুনেছি নবী হোছাইনের বিরুদ্ধে চট্টগ্রাম ও কক্সবাজারের একাধিক থানায় বিভিন্ন ধারায় ১৭-১৮টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মোট কয়টি মামলা রয়েছে, কয়টিতে জামিনে আছেন এবং কয়টিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বিভিন্ন থানায় যোগাযোগ করে খোঁজ নিচ্ছি।