শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা তাদের সহপাঠ্যক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে, অত্র প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচিতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকবৃন্দও অংশগ্রহণ করেন।
সুগন্ধা পয়েন্ট থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে লাবণী পয়েন্টে পৌঁছে জেলা প্রশাসনের উন্মুক্ত মঞ্চে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ হয়।