সৌদি আরবের ২০৩৪ ফিফা বিশ্বকাপ হবে অ্যালকোহলমুক্ত

২০৩৪ ফিফা বিশ্বকাপে দর্শকদের জন্য সৌদি আরবে নিষিদ্ধ থাকবে মদপান। শুধু স্টেডিয়ামেই নয়, হোটেল কিংবা ফ্যান জোনেও অ্যালকোহলের পণ্য থাকবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত। অন্য কারও জন্য নিজেদের সংস্কৃতি পরিবর্তন করবে না মধ্যপ্রাচ্যের দেশটি।

কাতার বিশ্বকাপের পর ফুটবল বিশ্বকাপ যাবে আমেরিকা, এরপর লাতিন আমেরিকা ঘুরে আবারও ফিরবে মধ্যপ্রাচ্যে। ২০৩৪ বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ সৌদি আরব। এবার মধ্যপ্রাচ্যের সে আসর নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

প্রতিটা বৈশ্বিক আসরে স্বাগতিক দেশে আসা অতিথিদের জন্য থাকে নানা আয়োজন। তবে সৌদি বিশ্বকাপে যুগান্তকারী এক সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। ২০৩৪ বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের থাকতে হবে অ্যালকোহলের বাইরে। শুধু মাঠেই নয়, হোটেলও অ্যালকোহল পাবেন না দর্শকরা। ইসলামি মূল্যবোধ ও দেশটির সংস্কৃতিকে প্রাধান্য দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন ইংল্যান্ডে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বান্দার আল সৌদ।

তিনি বলেন, ‘সবারই নিজস্ব সংস্কৃতি আছে। আমরা নিজেদের সাংস্কৃতিক গণ্ডির মধ্যে থেকে সবাইকে স্বাগত জানাতে চাই। কারও জন্য আমরা নিজেদের সংস্কৃতি পাল্টাতে চাই না। সত্যিই কি আপনারা অ্যালকোহল ছাড়া থাকতে পারবেন না?’

২০২১ সালে সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশের অর্থনীতিতে বৈচিত্র্য আনার কৌশল হিসেবে যুক্ত করেন স্পোর্টস ইন্ডাস্ট্রিকে। এরপর দেশটিতে বেশকিছু বৈশ্বিক ইভেন্টও আয়োজন করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পায় সৌদি আরব। কাতার বিশ্বকাপের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো মধ্যপ্রাচ্যে মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপ।

২০২২ বিশ্বকাপেও অ্যালকোহল নিয়ে কম আলোচনা হয়নি। কাতারে অ্যালকোহল পাওয়া যাবে কি না এ নিয়েও বিতর্ক দেখা দিয়েছিল। তখন বিশ্বকাপ শুরুর দুই দিন আগে আলোচনার মাধ্যমে স্টেডিয়ামে অ্যালকোহলযুক্ত পানীয় বিক্রি নিষিদ্ধ করা হয়। তবে হোটেল ও ফ্যান পার্ক থেকে অ্যালকোহলযুক্ত পানীয় কিনতে পেরেছেন দর্শকেরা। তবে সৌদিতে মাঠের বাইরেও কোথায়ও থাকবে না অ্যালকোহলের ব্যবস্থা। উল্টো আইন অমান্য করে মদপানের শাস্তি হতে পারে জরিমানা কিংবা কারাবাস।

সৌদি আরবে নিষিদ্ধ সমকামিতাও, স্বীকৃতি নেই ট্রান্সজেন্ডারের। সৌদি আরবে সমকামিতা প্রমাণিত হলে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডও হতে পারে। তবে বৈশ্বিক আসর কেন্দ্র করে তাদেরকেও স্বাগত জানাবে মধ্যপ্রাচ্যের দেশটি।