খাগড়াছড়িতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় মদসহ আটক ২

খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীসহ যৌথ অভিযানে দেশীয় তৈরি বাংলা মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে সিন্দুকছড়ি জোনের আওতাধীন জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল এ অভিযান চালায়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সার্জেন্ট মাহবুবের নেতৃত্বে একটি টহল দল ক্যাম্প থেকে প্রায় ১ কিলোমিটার উত্তর দিকে গুইমারা এমপি চেকপোস্ট এলাকায় অবস্থান নেয়।

সেখানে শান্তি পরিবহনের খাগড়াছড়ি থেকে ফেনী গামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-০৯০৯) তল্লাশি করা হয়। তল্লাশির সময় বাসের ভেতর ২টি বস্তায় মোড়ানো ১১০ লিটার (৬০ প্যাকেট) দেশীয় বাংলা মদ পাওয়া যায়।

এ সময় বাসের দুই যাত্রী মো. বাবলু (৩৮) ও মো. আব্দুল হালিম (৩৫) কে আটক করা হয়। আটক বাবলু দীঘিনালার জামতলী এলাকার মৃত মফিজের ছেলে এবং হালিম একই উপজেলার মৃত আলী আহমদের ছেলে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘আটক দুজনকে চোলাই মদসহ যৌথ অভিযানে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।গুইমারা থানার এলাকায় মাদকের বিষয়ে এধরণের যৌথ অভিযান চলমান রয়েছে এবং থাকবে।