ঈদগাঁও প্রতিনিধি: বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের রেমিট্যান্সযোদ্ধাদের সংগঠন খুটাখালী প্রবাসী ক্লাব’র ৪র্থ বর্ষপূর্তি জাঁকজমকপূর্ণভাবে উদযাপন ও কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে ।
সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে খুটাখালী ষ্টেশন সংলগ্ন ক্লাবের প্রস্তাবিত হাসপাতালের জমিতে এ অনুষ্টানের আয়োজন করা হয়।
খুটাখালী প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এজি এস সেলিম কায়সার জনি চৌধুরীর সভাপতিত্বে শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মুফিজুর রহমানের পক্ষে তার ছোট ভাই চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থী তানছিফুর রহমান।
হাফেজ মোঃ জুনাইদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান ও প্রধান মেহমান হিসাবে ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ ওমর হামজা।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে ডা: শফিউল আলম শফি, সমাজসেবক জাহেদুল ইসলাম নোমান, মাওলানা শাহাব উদ্দীন আরমান, ছৈয়দ আলম, রিহাবুল আলম, আহসান উদ্দিন লিটন ও আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রবাসী ক্লাবের কার্যনির্বাহি কমিটি আগামী ২৫-২৭ সেশনের জন্য গঠন করা হয়েছে।
এতে পুনরায় প্রতিষ্টাতা ও সভাপতি নির্বাচিত হয়েছেন এজিএস সেলিম কায়সার জনি চৌধুরী, প্রতিষ্টাতা উপদেষ্টা নির্বাচিত হয়েছেন যথাক্রমে নুরুল হোসাইন, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ আবদুর রশিদ।
কমিটির সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাদ্দাম হোসাইন, উপদেষ্টা নুরুল হুদা, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ফয়সাল, সহ সভাপতি রুহুল কাদের, ভাইস চেয়ারম্যান যথাক্রমে মোহাম্মদ আবদুর রহিম, মোহাম্মদ হেলাল উদ্দীন ও মোহাম্মদ আলী জুহার, অর্থ সম্পাদক ছৈয়দ হোছাইন, সিনিয়র যুগ্ম অর্থ সম্পাদক মনছুর আলম ও আনোয়ার হোছাইন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।