শফিউল আলম, রাউজানঃ আর নয় ঢাকা –চট্টগ্রাম নগরীতে আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের নিশ্চয়তা নিয়ে রাউজানে উদ্দোধন করা হয়েছে ৫০ শয্যার দি বিসিসিআইএল জেনারেল হাসপাতাতাল । গতকাল ৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে রাউজান উপজেলার ৯ নং পাহাড়তলী ইউনিয়নের চুয়েটের পাশে পাহাড়তলী চৌমুহনীর মোড়ে হাজী মকবুল টাওয়ারের ৩ তলায় ৫০ শয্যা বিশিষ্ট দি বিসিসিইউএল জেনারেল হাসাপাতাল চালু করা হয় । অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাৎ হোসেন। হাসপাতাল পরিচালনা কমিটির চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। স্বাগত্ব বক্তব্য রাখেন, হাসপাতালের এমডি কল্লোল বড়ুয়া। অনুষ্টানে বিশেষ অতিথি হিমাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশ,নার ভুমি অংুিছং মারমা. ওাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম,জেলা সমবায় কর্মকর্তা মুরাদ আহম্মদ, রুবেল বড়ুয়া, রাউজান প্রেস ক্লাবের সভাপতি মাওলানা এম বেলাল উদ্দিন।