চমেকে এক প্রসূতির একসঙ্গে ৫ শিশুর জন্ম, ৩ জনের অবস্থা সংকটাপন্ন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৫ শিশুর জন্ম দিয়েছেন এক নারী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে স্বাভাবিক প্রক্রিয়ায় দুই ছেলে ও তিন মেয়ে শিশুর জন্ম হয়।

শিশুদের খালা জানান, প্রথমে প্রসূতি রিক্তাকে ফেনীর একটি স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়। জন্মের পর দুই ছেলে শিশুর শারীরিক অবস্থা ভালো থাকলেও তিন মেয়ে শিশুর অবস্থা কিছুটা সংকটাপন্ন।

মা রিক্তা ও বাবা আশরাফুল আলম দম্পতির বাড়ি ফেনী জেলার ১০ নম্বর গোপাল ইউনিয়নে। এ দম্পতির আগে থেকেই পাঁচ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

পাঁচ শিশুর জন্মের খবর শুনে বিদেশ থেকে ছুটে আসেন বাবা আশরাফুল আলম। তিনি বলেন, ‘আমার সন্তানদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

তিনি আরও জানান, ‘তিন মেয়ে শিশুর অবস্থা ভালো নয়। তবে চিকিৎসকরা যথেষ্ট যত্ন নিচ্ছেন। সন্তানেরা যেন ভালো চিকিৎসা পায়, সেই প্রত্যাশা করছি।’

শিশুগুলোর সুস্থতা কামনায় পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন।