কক্সবাজারের সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের রোল মডেল: র‍্যাব

এম জসিম উদ্দিন, কক্সবাজার: সনাতনী হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গা পূজার প্রস্তুুতি ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন র‍্যাব-১৫, কক্সবাজারের সিইও লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

মঙ্গলবার (৮ অক্টোবর), বিকেল সাড়ে চারটায় শহরের সরস্বতী বাড়ি পূজা মণ্ডপ হতে কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সাথে নিয়ে শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।

শান্তি শৃঙ্খলা বজায় রেখে শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণ উৎসব মুখর করতে র্যাব ১৫ নিরাপত্তার জোরদার রেখেছে। সকল পূজা মণ্ডপে র্যাবের টহলে থাকবে। তিনি আরো বলেন, সস্প্রীতির শহর কক্সবাজার। কক্সবাজারে হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান সকলের বসবাস। কক্সবাজারের সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের রোল মডেল। এই সম্প্রীতি অটুট রাখতে আমরা বদ্ধ পরিকর।

লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সিইও, র‍্যাব ১৫, কক্সবাজার এর সাথে শহরের পূজা মণ্ডপ পরিদর্শনে ছিলেন কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু, সহ সভাপতি রতন দাশ, সমন্বয়ক কমিটির আহবায়ক দুলাল চক্রবর্তী, যুগ্ম আহবায়ক স্বপন পাল নাজির, বলরাম পাল, দোলন ধর।