চকরিয়ায় সিএনজি অটোরিকশা-বাস মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ৬

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৮ মাসের এক শিশুর। আহত হয়েছেন আরও ৬ যাত্রী।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ (৭ অক্টোবর) সোমবার দুপুর বারোটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঝনঝনি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান- যাত্রীবাহী বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ছিল। বিপরীত দিক থেকে আসা অপর যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি এই সংঘর্ষ হয়।

মহাসড়কের চকরিয়া বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে পুলিশের কর্মকর্তা নাজমুল হোসেন জানান- দুর্ঘটনায় নিহত শিশু ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করি। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করি।