জেলা, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের অপসারণ
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, ৯টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলার ৪টি পৌরসভার মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
রোববার স্থানীয় সরকার বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এর মধ্যে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে শাহীনুল হক মার্শালকে অপসারণ করে সেখানে জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। এছাড়াও কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরীকে অপসারণ করে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রুবাইয়াত আফরোজকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়াকে অপসারণ করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আতাউল গণি ওসমানীকে, টেকনাফ পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলামকে অপসারণ করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিভীষণ কান্তি দাশকে, চকরিয়ায় পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীকে অপসারণ করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়ামিন হোসেনকে প্রশাসক নিয়োগ করা হয়েছে।











