কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধি
কাপ্তাই থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে দেশিয় তৈরী চোলাই মদ ও গাঁজা সহ জনকে আটক করেছে। আটককৃতদের বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মুঃ সাইফল ইসলামের দিক নির্দেশনায় কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালামের নির্দেশে গত বুধবার সন্ধ্যায় এসআই নাজমুল হাসান ও সঙ্গীয় ফোর্স থানাধীন ওয়াগ্গা ইউনিয়নের আগুনিয়াছড়া ঘাঘড়ামুখ-বড়ইছড়ি গামী পাকা রাস্তার মোড় এলাকায় অভিযান চালায়। এসময় মোঃ আক্তার কামাল (৪৪) কে ১৬ লিটার দেশিয় তৈরী চোলাই মদ সহ আটক করা হয়। এছাড়া বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাত প্রায় সাড়ে ৩ টায় এসআই মোঃ খোরশিদ আলমের নেতৃত্বে কয়েকজন সিপাহী টহল ডিউটি করার সময় কাপ্তাই ইউনিয়নের মেসার্স কাপ্তাই ফিলিং স্টেশনের সামনে লিচুবাগান টু জেটিঘাট মুখী পাকা রাস্তা এলাকায় অভিযান চালায়। অভিযানকালীন চেক পোস্টে চেক করার সময় ৭৫০ মিলি লিটার দেশিয় তৈরী চোলাই মদ সহ মোঃ শেখ সৈকত হোসেন শাওন(১৯) এবং ২০ গ্রাম গাঁজা সহ মোঃ মাকসুদুর রহমান(২৪) কে আটক করা হয়। নিজ হেফাজতে মাদক দ্রব্য রাখার অপরাধে আটক আসামীদের বিরোদ্ধে থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়। আটক আসামীদের বৃহস্পতিবার রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।