ভারতের চন্দ্রযান-৩’র সঙ্গে পাল্লা দিচ্ছে রাশিয়ার লুনা-২৫!

ভারতের চন্দ্রযান-৩ উৎক্ষেপণের প্রায় এক মাস পর চলতি সপ্তাহে (১১ আগস্ট) উৎক্ষেপণ করা হয় রাশিয়ার মহাকাশযান লুনা-২৫। তবে মহাকাশযান দুটি একই সময়ে চাঁদে অবতরণ করবে বলে জানা গেছে।

গত ১৪ জুলাই দুপুর ২টা ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে উৎক্ষেপণ করা করা হয় চন্দ্রযান-৩। যার হাত ধরে চন্দ্রপৃষ্ঠে ‘সফ্ট ল্যান্ডিং’ তথা নিরাপদ অবতরণের আশা করছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো।

এরপর হার্ডল রেসের ‘ব্যারিয়ার’ পেরোনোর মতো একটার পর একটা পর্ব উতরোচ্ছে চন্দ্রযান-৩। এই অভিযানে যেসব চ্যালেঞ্জ ছিল, তার মধ্যে অন্যতম হলো পৃথিবীর কক্ষপথ পেরিয়ে যাওয়ার ধাপটি।

গত প্রায় তিন সপ্তাহ ধরে একে একে সবগুলো ধাপ পেরোনোর চেষ্টা সম্পন্ন করে গত ৫ আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-৩। এরই মধ্যে চাঁদের ছবিও পাঠিয়েছে মহাকাশযানটি।

চন্দ্রযান-৩-উৎক্ষেপণ সময়ের প্রায় এক মাস পর শুক্রবার (১১ আগস্ট) ভোস্টোচনি কসমোড্রোম স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় রাশিয়ার লুনা-২৫। সফলভাবে সম্পন্ন হয় এই উৎক্ষেপণ। আপাতত এটি পৃথিবীর কক্ষপথে পাক খাচ্ছে। আগামী ১৬ আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করবে লুনা-২৫।

ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, উৎক্ষেপণের প্রায় ৪০ দিন পর চাঁদের মাটিতে নামতে পারে চন্দ্রযান-৩-এর সৌরচালিত ল্যান্ডার ‘বিক্রম’। সফল হলে সেখান থেকে সৌরচালিত রোভার ‘প্রজ্ঞান’ বেরিয়ে চাঁদের মাটি ছোঁবে।

ভারতের চন্দ্রযান-৩ আগামী ২৩ থেকে ২৪ আগস্টের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। এদিকে প্রাথমিকভাবে জানা গেছে, আগামী ২৩ আগস্ট চাঁদে অবতরণ করতে চলেছে রাশিয়ার মহাকাশযান লুনা-২৫।

তবে দুটি চন্দ্রযান যদি একই সময়ে তথা ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে তাতে কোনো সমস্যা হবে না, এমনটাই জানিয়েছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস।