বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) – হাটহাজারী উপজেলা শাখা গঠিত

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ভগবদগীতার প্রচার ও প্রসারের জন্য সদ্য আত্মপ্রকাশকৃত সংগঠন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) – হাটহাজারী উপজেলা শাখা গঠিত হয়েছে। এই উপলক্ষ্যে এক আলোচনা সভা অদ্য ০৯ জুন ২০২৩ শুক্রবার বিকেল পাঁচটায় বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) – কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক পরিমল কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র গীতা পাঠ করেন পলাশ কুমার দে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার নবনির্বাচিত সহ-সভাপতি অলক মহাজন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-হাটহাজারী উপজেলার সহ-সভাপতি বিজয় কুমার দত্ত, সাধারণ সম্পাদক সুজন তালুকদার, হাটহাজারী উপজেলা জম্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রনজিত চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন বাগীশিপ-কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব লায়ন রিমন মুহুরী। বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রাণজিৎ আচার্য, যুগ্ম- সম্পাদক দীপক মজুমদার, বাগীশিপ-কেন্দ্রীয় সদস্য মিন্টু আচার্য, সাংগঠনিক সম্পাদক পরিমল কান্তি নাথ, ব্যাংকার পলাশ দে, হাটহাজারী উপজেলা জম্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লায়ন ডাঃ রাসেল নন্দী, হারাধন চৌধুরী, অরুন কুমার দে, প্রবীর চক্রবর্তী সঞ্জিব নাথ, তপন গোস্বামী, দেবব্রত দাশ দেবু, এডভোকেট সুজন চৌধুরী, সাজু চৌধুরী, অপু নন্দী, বিকু বণিক, ঝুটন নন্দী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে পন্ডিত সুনীতি বিকাশ আচার্য-কে সভাপতি এবং পলাশ কুমার দে-কে সাধারণ সম্পাদক করে ২৫ (পচিঁশ) সদস্য বিশিষ্ট বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ) – হাটহাজারী উপজেলা শাখা গঠন করা হয়।