লুটপাট করে সরকার দেশকে ফোকলা করে দিয়েছে

চট্টগ্রাম মহানগর বিএনপি’র সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেছেন, আজকের জ্বালানি সংকট, অর্থনৈতিক সংকট, বিদ্যুতের লোডশেডিং, বিদ্যুতের সংকট সবকিছুর মূলে এই সরকারের দুর্নীতি। লুটপাট ও চুরি করে সরকার দেশকে ফোকলা করে দিয়েছে। বর্তমান সরকার টিকেই আছে মানুষের সাথে প্রতারণা করে। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের নামে সরকার হাজার হাজার কোটি টাকা লুট করেছে।

আজকে বাংলাদেশ যে দেউলিয়াত্বের দিকে যাচ্ছে, তার জন্য সম্পূর্ণ দায়ী এই আওয়ামী লীগ সরকার। এর জবাব তাদের দিতে হবে। তিনি অবিলম্বে সমস্ত ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার জোর দাবি জানান। তিনি বুধবার (১৭ আগষ্ট) বিকালে চর চাক্তাই নয়া মসজিদ সংলগ্ন মাঠে ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের চর চাক্তাই ‘সি’ ইউনিট বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতির বক্তব্যে একথা বলেন। সন্মেলনের দ্বিতীয় অধিবেশন পুনর্গঠন টিমের প্রধান আলহাজ্ব এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে ইউনিট বিএনপির ৭০ জন কাউন্সিলর অংশ নেন। উপস্থিত সবার সর্বসন্মতিক্রমে সি ইউনিট বিএনপির সভাপতি হিসেবে তাহের জামাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সি. সহ সভাপতি আবদুস ছোবান, সি. যুগ্ম সম্পাদক মো. সিরাজ ও মো. বেলাল সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। নির্বাচিত নেতৃবৃন্দ আগামী দুই দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে পুনর্গঠন টিমের প্রধান আলহাজ্ব এম এ আজিজের কাছে জমা দিবেন। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও পুনর্গঠন টিমের সদস্য আব্দুল হালিম শাহ আলম, পুনর্গঠন টিমের সদস্য আব্দুস সাত্তার সেলিম, মনোয়ারা বেগম মনি, মহানগর বিএনপি নেতা ইয়াসিন চৌধুরী আসু, এম আই চৌধুরী মামুন, একে খান, ইউনুছ চৌধুরী হাকিম, এস এম সেলিম, ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নবাব খান, সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিম, সাংগঠনিক সম্পাদক হাজী মো. ইউনুছ, এটিএম ফরিদ প্রমুখ।