বাঁশখালীতে অস্ত্রের মুখে ডাকাতি, পুলিশের দাবি গরু চুরি!

বাঁশখালী থানার কালীপুর ইউনিয়নে অস্ত্রের মুখে জিম্মি করে ডেকোরেশনের মালামাল, নগদ টাকা ও গরু ট্রাকে করে নিয়ে গেছে ডাকাতদল। তবে পুলিশ বলছে, এটি ডাকাতি নয় চুরি করেছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মো. মোস্তফা জানান, লেদু বাবুর্চির দোকানের পাশের নুরুল ইসলামের খামারের ৩টি ও পাল পাড়ার রণজিত পালের খামার থেকে ২টি গরু ট্রাকে করে নিয়ে গেছে ডাকাত দল। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে লেদু বাবুর্চির ডেকোরেশনের মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। খামার ও ডেকোরেশনের লোকজন বাধা দিলে ডাকাতরা তাদের মারধর করে ও দোকানের ভেতরে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দীন বলেন, কালীপুরে ডাকাতি হয়নি, ৪টি গরু চুরি হয়েছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।