দ্বীন ইসলামের জন্য নবী পরিবারের আত্মত্যাগ অবিস্মরণীয় হয়ে আছে

গাউসিয়া সমিতি ও গাউসিয়া যুব সমিতি বাংলাদেশ এর যৌথ উদ্যোগে পবিত্র আহলে বাইতে রাসূল (দ.) এর স্মরণে আজিমুশ্শান শাহাদাতে কারবালা মাহফিল ১১ আগস্ট সৈয়দ বাড়ী দরবার শরীফে অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানশীন পীরে তরিক্বত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মু.জি.আ)। উদ্বোধনী বক্তব্য রাখেন শাহ্জাদা সৈয়দ তাওসিফুল হুদা। প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আরবী প্রভাষক হযরতুলহাজ¦ আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রেজভী। প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত চট্টগ্রাম মহানগর সভাপতি হযরতুল আল্লামা নুর মুহাম্মদ আলকাদেরী। বিশেষ বক্তা ছিলেন মুফতি জসিম উদ্দিন আলকাদেরি। বক্তারা বলেন, দ্বীন ইসলামের জন্য আহলে বায়তে রাসূল (দ.) তথা নবী পরিবারের আত্মত্যাগ অবিস্মরণীয় হয়ে আছে। তাঁদের আত্মত্যাগের সিঁড়ি বেয়ে দ্বীন ইসলাম আজ বিশ্বব্যাপী প্রসারিত হয়েছে। উপস্থিত ছিলেন আলহাজ্ব জিয়া উদ্দিন জিয়া, জাহেদুল আলম, আইয়ুব চৌধুরী, নুরুল আমিন কেরানী, আলহাজ্ব নুরুল আবছার, আলহাজ্ব জহিরুল ইসলাম বাবর, নুরুল আলম মোল্লা, মুহাম্মদ সাইফু, মুহাম্মদ দিদার, মুহাম্মদ সেলিম উদ্দিন, মুহাম্মদ নুরুল হাকিম, মুহাম্মদ ফজল কাদের, মুহাম্মদ মুনচুর, মাস্টার মুহাম্মদ ইসমাইল, মফিজুল আলম। শেষে মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি, বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণ এবং দেশ ও বিশ্ববাসীর শান্তি-কল্যাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মু.জি.আ.)।