রাউজানে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের মিথ্যা মামলা প্রতিবাদ সভা

শফিউল আলম রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ সাধারন সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন সহ ২৩ জন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের বিরুদ্বে মিথ্যা ও ষড়যন্ত্রমুলক মামলা দেওয়ার প্রতিবাদে হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের যৌথ উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্টিত হয় । গতকাল ১১ আগষ্ট বৃহস্পতিবার বিকালে হলদিয়া ইউনিয়নের বৃকবানুপুর এলাকায় অনুুিষ্টত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম। হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রুনু ভট্টচার্য্যরে সঞ্চলনায় অনুষ্টিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্বা কাজী আবদুল ওহাব । এতে আরো বক্তব্য রাখেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান উপজেলঅ যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক রাউজিান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, আবদুল মোমেন, মাহাবুল আলম, এস এম বাবর, মুক্তিযোদ্বা আবু তাহের, ডাঃ সুজিত দত্ত, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাসের,শওকত হোসেন, সুমন দে, হাসান মুরাদ রাজু, মনসুর আলম, ছাত্রলীগ নেতা জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, ছাত্রলীগ নেতা আরমান সিকদার, ফয়সাল মাহমুদ প্রমুখ। বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ সাধারন সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন সহ ২৩ জন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতার বিরুদ্বে দায়েরকৃত মিথ্যা ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের জোর দাবী জানান । মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে প্রতিবাদ নয় ষড়যন্ত্রকারীদের বিরুদ্বে র্দুবার প্রতিরোধ করা তোলা হবে বলে হুসিয়ারী উচ্চারন করেন বক্তারা । হলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ সাধারন সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন সহ ২৩ জন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতার বিরুদ্বে হলদিয়া ইউনিয়নের বৃকশবানপুর এলাকার জমির উদ্দিনের ঘর ভাংচুর করে বলে আদালতে মামলা দায়ের করেন । আদালত মা,মলাটি তদন্তের জন্য সি,আই,ডিকে দেয় । মামালার বাদী জমির উদ্দিনের বিরুদ্বে একটি অপহরন মামলায় ৫ বৎসরের সাজা সহ ৬টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে জানা গেছে ।