পুকুর ভরাটের দায়ে ১৫ জনের বিরুদ্ধে মামলা

আগ্রাবাদের দাইয়াপাড়া এলাকায় পুকুর ভরাটের দায়ে সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাবেদ নজরুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

রোববার (৭ আগস্ট) বিকেলে ডবলমুরিং থানায় এ মামলা করেন পরিবেশঅধিদপ্তরের পরিদর্শক সাখাওয়াত হোসাইন।

মামলায় আসামিরা হলেন- জাবেদ নজরুল ইসলাম, সায়েদুল ইসলাম, আকলিমা বেগম, নাজির হোসাইন, জাকির হোসেন, জমিলা বেগম, তওসিফ তানজিম হোসাইন, আলতাফ হোছাইন, মো. আজগর হোসাইন, মোবারক হোসেন, নাসিমা বেগম, সেলিমা বেগম, তাসলিমা বেগম, রহিমা বেগম ও ওয়াহিদুল ইসলাম।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উপ-পরিচালক মিয়া মাহমদুল হক বলেন, গত ২ আগস্ট পরিবেশ অধিদপ্তরের একটি দল দাইয়াপাড়া এলাকার পুকুর পরিদর্শনে গিয়ে ভরাট করার প্রমাণ পায়। পরে এ ঘটনায় মামলা করা হয়।