চট্টগ্রাম মহানগর কৃষকদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

সারাদেশে লোডশেডিং, জ্বালানি খাতে অব্যবস্থাপনা এবং ভোলায় পুলিশের গুলিতে শহীদ আবদুর রহিম ও জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল চট্টগ্রাম মহানগর শাখা।
আজ রোববার (৭ আগষ্ট) দুপুরে নগরীর কাজীর দেউড়ি, আউটার স্টেডিয়াম, সিআরবি, নেভাল মোড় হয়ে লাভলেইন হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ।
বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশ চট্টগ্রাম মহানগর কৃষকদলের আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর কৃষকদলের সদস্য সচিব কামাল পাশা নিজামী, যুগ্ম আহবায়ক নাজিমুর রহমান নাজু, সাবের হোসেন টারজান, আহবায়ক কমিটির ১নং সদস্য মো. আজম খান, যুগ্ম আহবায়ক শাহ আলম, মো. হোসেন, মো. দিদার, মো. খোকন সোহেল, আহবায়ক কমিটির সদস্য মো. আলমগীর, মো. আবুল, তাজুল হোসেন, মো. আলম প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদ সরকার জনগণের আন্দোলনকে দমানোর জন্য পুলিশকে ব্যবহার করে শান্তিপুর্ণ মিছিলে গুলি চালিয়েছে। পুলিশের গুলিতে নির্মমভাবে মৃত্যুবরণ করেছেন শহীদ আবদুর রহিম ও নুরে আলম। আজকে সরকার জ্বালানি খাতে এতই লুটপাট করেছে, যার কারণে রাতের অন্ধকারে অস্বাভাবিকভাবে আবারো জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। জ¦ালানি তেলের দাম বাড়ার কারণে দেশে কৃষকদের কৃষি কাজ করতে বেগ পেতে হবে। মূল কথা মরার উপরে কৃষককের উপরে এখন গড়ার ঘা হয়ে দাড়িয়েছে। এই সরকার জনবিরোধী সরকার, যার কারণে রাতের অন্ধকারে যেভাবে ভোট ডাকাতি করেছে এখন সেইভাবে রাতের অন্ধকারে জনগণকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। তাই এই সরকারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।