হাইড্রোসেফালাস, ব্রেইনে পানি জমা/বাচ্চাদের মাথা অস্বাভাবিক বড় হওয়া

লক্ষণসমূহ (বাচ্চাদের ক্ষেত্রে) * অস্বাভাবিকভাবে মাথা বড় হতে থাকে * বমি হয় **বাচ্চার খাওয়া-দাওয়া কমে যায় এবং দুর্বল হয়ে যায় * বাচ্চার স্বাভাবিক বৃদ্ধিতে বিলম্ব হয় * বাচ্চা সবসময় বিরক্ত থাকে এবং উপরের দিকে তাকাতে অসুবিধা হয়, (প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে) ১. মাথা ব্যথা ২. চোখে কম বা ঝাপসা দেখা ৩. বমি ভাব বা বমি হওয়া।

যে কারণে হয় * ব্রেইন এর পানি চলা এর রাস্তা জন্মগতভাবে কোথাও বন্ধ হয়ে গেলে * ব্রেইন টিউমারের চাপে বা ব্রেইন এ ইনফেকশন (মেনিনজাইটিস) এর কারণে পানি চলাচল এর রাস্তা বন্ধ হয়ে গেলে * স্ট্রোক বা মাথায় আঘাতের পর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে সেই রক্ত ব্রেইন-এ পানি চলাচলের পথ বন্ধ করে দিলে

সাধারণ চিকিৎসা শান্ট সার্জারী (VP Shunt operation): চামড়ার নিচ দিয়ে একটি টিউবের মাধ্যমে ব্রেইনের পানির সঙ্গে পেটের সংযোগ (শান্ট) কেটে দেয়া হয়। অতিরিক্ত পানি তখন পেটে চলে যায়। অসুবিধা: * ঘন ঘন ইনফেকশন হয়, তখন টিউব খুলে ফেলতে হয় এবং পরবর্তীতে আবার অপারেশনের প্রয়োজন হয় **টিউব অনেক ক্ষেত্রে ব্লক হয়ে যায়,তখন আবার অপারেশনের মাধ্যমে টিউব পরিবর্তন করতে হয় * বোশ কাটা ছেড়ার প্রয়োজন হয় * তিনদিন বা বেশি হাসপাতালে থাকতে হয়

সর্বাধুনিক চিকিৎসা: ইটিভি/Endoscopic Third Venticulostomy) অপারেশন এখানে মাথার খুলিতে ছোট একটা ফুটো করে ব্রেইন এর মাঝেই একটি ছিদ্র করা হয়। এই ছিদ্রপথ দিয়ে অতিরিক্ত পানি রক্তের সঙ্গে মিশে যায়। সুবিধা * সাধারণত ইনফেকশন হয় না * কোনো টিউবের প্রয়োজন হয় না * বড় কাটা ছেড়ার প্রয়োজন হয় না * মাত্র একদিন হাসপাতালে থাকার প্রয়োজন হয়

লেখক: ব্রেইন, স্পাইন ও স্ট্রোক সার্জন সহকারী অধ্যাপক. নিউরোসার্জারী বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা। অ্যাপয়েন্টমেন্ট: ০১৭৮৯৯৫৫৫৫৫