রাউজানের নিউজ

শেখ কামাল এর জন্মবার্ষিকী উপলক্ষে রাউজান পৌরসভায় আলোচনা সভা, খাবার বিতরণ ও দোয়া মাহফিল


শাফউল আলম, রাউজান প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাউজান পৌরসভার আয়োজনে আলোচনা সভা, খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ আগষ্ট শুক্রবার রাউজান পৌরসভা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। আরফানুল ইসলাম আবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি, সমাজ সেবক নুরুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধে ক্যাপ্টেন শেখ কামালের ভূমিকা জাতি কখনো ভুলবে না। অথচ যারা এদেশ স্বাধীন করেছেন তারা স্বাধীনতার সুফল বেশিদিন ভোগ করতে পারেনি দৃষ্কৃতিকারীদের জন্য। শেখ কামাল বেঁচে থাকলে দেশ অনেক দূর এগিয়ে যেতো। তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীরা ভেবেছিল বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করে এ দেশকে পাকিস্তানি নীল নকশা বাস্তবায়ন করতে পারবে। কিন্তু আল্লাহর রহমতে বঙ্গবন্ধুর দুই কন্যা প্রাণে বেঁচে দেশের হাল ধরেছেন। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ব নেতাদের একজন। দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাবে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে।’ পরে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল মতিন।
ছবির ক্যাপশনঃ শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বক্তব্য রাখছেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

শেখ কামাল এর জন্মবার্ষিকী উপলক্ষে রাউজান আওয়ামীলীগের আলোচনা সভা ও এতিমদের মাঝে খাবার বিতরণ

শফিউল আলম,রাউজান প্রতিনিধিঃ : রাউজানের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল একজন ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে আরও এগিয়ে যেতো। শুক্রবার (০৫ আগস্ট) সকালে রাউজান উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্রব,বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশ গুপ্ত। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দী সিকদার, বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, কাউন্সিলর দিলীপ কুমার চৌধুরী, দিদারুল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আবদুল জব্বার সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু। এসময় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মোনাজাত পরিচালনা করেন রাউজান কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বোরহান কাদের। এদিকে রাউজান উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার। এর আগে স্বাধিনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্রব,বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

মরিয়ম নগর ইউনিয়ন কৃষক লীগের শাখার আহবায়ক কমিটি গঠিত


শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃঃ বাংলাদেশ কৃষক লীগের রাঙ্গুনিয়া মরিয়ম নগর ইউনিয়ন শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৬জুন উপজেলা কৃষক লীগের সিদ্ধান্ত মোতাবেক এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। মো. নবীর হোসেনকে আহবায়ক, মো. সাইফুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। একই সাথে এ আহবায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে ত্রি-বার্ষিক সম্মেলন করার নির্দেশনা দিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার ও সাধারণ সম্পাদক আয়ুব রানা। প্রদীপ শীল, রাউজান-০৫.০৮.২২।

রাঙামাটি ও রাঙ্গুনিয়ায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ বিশ্বের বৃহৎ আধ্যাত্মিক সংগঠন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে পার্বত্য জেলার রাঙামাটি ও রাঙ্গুনিয়া উপজেলা শাখা কমিটিরসমূহের সাথে সাংগঠনিক সংলাপ করেছে কেন্দ্রীয় কমিটি।গতকাল শুক্রবার সকালে ও বিকালে পৃথক পৃথক দুইটি স্থানে এই সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত এই সাংগঠনিক সংলাপে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী।প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রী পর্ষদের সদস্য মীর শফিউল আলম নিজাম।সমন্বয়কারী মুহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদের সদস্য প্রফেসর আবু তাহের, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম,এস এম মহিবুল্লাহ্,রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম,রাঙ্গুনিয়া রাঙ্গামাটির সাংগঠনিক সমন্বয়কারী এস এম সৈয়্যদ আবু আহমেদ,মুহাম্মদ হারুন চৌধুরী,নাজিম উদ্দিন কালু। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্ষদের সদস্য ইউসুফ আলী।সাংগঠনিক এ-সংলাপে উপজেলার বিভিন্ন শাখা কমিটির সমূহের পক্ষ থেকে বক্তব্য রাখেন-আকবর হোসেন খোকন,সুভাষ শীল,মুহাম্মদ হোসেন সওদাগর, আনোয়ার হোসেন,তারেকুল ইসলাম চৌধুরী,ডাক্তার কাজী জোবাইতুল্লাহ,বখতিয়ার উদ্দিন,নুর মোহাম্মদ সিদ্দিকী,লিটন কুমার, মোহাম্মদ সাবের উদ্দিন,বাসু কুমার,মোহাম্মদ খলিল প্রমুখ।