রোজা অবস্থায় দিনের বেলায় জরুরি প্রয়োজনে ইনজেকশন ও ইনসুলিন নেওয়া যাবে; এতে রোজার ক্ষতি হবে না। কারণ এতে খাদ্য গ্রহণের যে উদ্দেশ্য ক্ষুধা নিবারণ ও শক্তি অর্জন, তা অর্জিত হয় না। তবে এমন কোনো ইনজেকশন নেওয়া যাবে না, যার দ্বারা খাদ্য গ্রহণের প্রধান দুটি উদ্দেশ্য ক্ষুধা নিবারণ ও শক্তি অর্জন সাধিত হয়; বরং এমন অসুস্থ অবস্থায় রোজা ছেড়ে দেওয়ারও অনুমতি রয়েছে। যা পরে কাজা আদায় করে নিতে হবে। (সূরা বাকারা : ১৮৪)।
রোজা অবস্থায় প্রয়োজনে রক্ত দেওয়া যাবে; তবে লক্ষ রাখতে হবে, এতে যেন রোজাদারের রোজা ভঙ্গের উপক্রম না হয়। অনুরূপভাবে রক্ত পরীক্ষার জন্য রক্ত নিলেও রোজা ভঙ্গ হবে না। (আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাততুহু; ফাতাওয়ায়ে জামেয়া)।
মুফতি শাঈখ মুহাম্মাদ উছমান গনী