মিজান মনির :
শুভ জন্মদিন…
আজ শিশু-কিশোর সংগঠন খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক, দৈনিক কক্সবাজার বার্তা’র সাহিত্য সম্পাদক, কবি M Jsaim Uddin এর জন্মদিন।
আজকের এই দিনে সমুদ্রনগরী কক্সবাজার শহরে জন্মগ্রহণ করেন। তিনি কবি এবং একজন দক্ষ সংগঠক।
তিনি একজন মাটির মানুষ। মাটি যে রকম নরম, ঠিক তেমনিভাবে নরম তাঁর আচার-আচরণ, চাল-চলন এবং কর্থা-বার্তা। কবি হিসেবেও তিনি যোগ্যতা রাখে সমান তালে- তাঁর লেখায় গণমানুষের মুক্তির কথা থাকে। অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিবাদের স্লোগান থাকে, স্বার্থানেশী-হিংসুটে স্বভাবের বিরুদ্ধে কঠোর ভাষা থাকে। দেশপ্রেম, প্রকৃতিপ্রেম এবং নারীপ্রেমও লক্ষ করা যায়।
ইতোমধ্যে তিনি যৌথসহ পাঁচটি কাব্যগ্রন্থ প্রকাশ করতে সক্ষম হয়েছেন। যথাক্রমে- ‘উজান গাঙ্গের পাগলা ঢেউ (২০২০), পেরেকঠোকা (২০২১), রক্তাক্ত আগষ্টের কবিতা (যৌথ কাব্যগ্রন্থ ২০২১), একটি খোলাচিঠি ও নীলার সংসার (২০২২), কোথাও কেউ নেই (যৌথ কাব্যগ্রন্থ ২০২২)।