কাপ্তাইয়ের নিরাপদ খাদ্য আইনের মামলায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই স্যানিটারী কর্মকর্তা কর্তৃক নিরাপদ খাদ্য আইনে দায়েরকৃত দু’টি মামলায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে গত সোমবার(২৭ জুন)। রাঙামাটি বিশুদ্ধ খাদ্য আদালত, নিরাপদ খাদ্য আইনের ওই মামলায় ২টি প্রতিষ্ঠানকে এই অর্থ জরিমানা করেন। কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াছ জানান, মেয়াদোত্তীর্ণ খাদ্য রাখায় স্থানীয় শাহ জালাল বেকারির বিরোদ্ধে একটি মামলা করা হয় ২০১৯ সালে। যার মামলা নং-১৬/১৯। একই ভাবে পরের বছর ভেজাল বাঘা বাড়ির ঘি রাখা ও বিক্রির দায়ে মেসার্স শহীদ এন্ড ব্রার্দাস,চাক্তাই, চট্টগ্রামের বিরোদ্ধেও একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-২/২০। দীর্ঘদিন মামলা চলার পর রাঙামাটি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল আদালত গত সোমবার ওই মামলার রায় ঘোষনা করেন। রায়ে শাহ জালাল বেকারিকে ২লাখ টাকা এবং মেসার্স শহীদ এন্ড ব্রার্দাস,চাক্তাই, চট্টগ্রামকে ৩ লাখ টাকা মিলে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযুক্তদের বিরোদ্ধে নিরাপদ খাদ্য আইনের ৩২(ঘ) ও ২৬ ধারায় রায় দেওয়া হয় বলে তিনি জানিয়েছেন।