সিরিজ জয়ের সুযোগ সাবিনাদের

নারী ফুটবলের ফিফা র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার অবস্থান ৮৫তম। বাংলাদেশ ১৪৬তম। ৬১ ধাপ এগিয়ে থাকা দলকে উড়িয়ে দিয়ে পাওয়া জয়ে স্বাভাবিকভাবেই বাংলাদেশের আত্মবিশ্বাস বেড়েছে অনেক। ফিফা প্রীতি ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ ফের এই দলটির বিপক্ষে লড়বে স্বাগতিকরা। সেই সঙ্গে আরও একটি নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ নারী ফুটবল দল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল ছ’টায় শুরু হবে ম্যাচটি। টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে। নিজেদের মাটিতে প্রথমবার অনুষ্ঠিত ফিফা প্রীতি সিরিজে আজ ড্র করতে পারলেই সিরিজ জিতে নতুন আরেকটি ইতিহাস রচনা করতে পারবেন সাবিনারা। বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশের মেয়েরা বরাবরই পারফরম্যান্সের ধারবাহিকতা ধরে রেখেছে। কিন্তু জাতীয় দলে গিয়ে খেই হারিয়ে ফেলেন সাবিনারা।

৯ মাস আগে খেলা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচের কথাই ধরা যাক। গত বছর সেপ্টেম্বরে এএফসি ওমেন্স এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের জালে দুই ম্যাচে গুনে গুনে ১০ গোল দিয়েছিল জর্ডান ও ইরান। কিন্তু বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনের কণ্ঠে এবার আত্মবিশ্বাসের ছোঁয়া। শক্তিশালী দলটিকে প্রথম ম্যাচে উড়িয়ে দিয়ে এই স্ট্রাইকার বলেন, ‘এর আগে ছোট ছোট কিছু ভুলের কারণে ম্যাচ হারতে হতো আমাদের। কিন্তু আমরা সেই ভুলগুলো শুধরে নিয়েছি। এখন আমরা মাঠের খেলায় সেটা প্রমাণের চেষ্টা করছি।’ আগামী আগস্টে নেপালে অনুষ্ঠিত হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। মালয়েশিয়ার বিপক্ষে বড় জয়ে সাফেও ভালো কিছু করার স্বপ্ন দেখছেন জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সাফে খেলার আগে এত বড় একটা ম্যাচ জিতলাম। এটা তো অবশ্যই আমাদের আত্মবিশ্বাস বাড়াবে। আগস্টে সাফেও ভালো পারফরম্যান্স করার চেষ্টা করবো।’ এই ম্যাচেও পরিকল্পনা আগের ম্যাচেরটাই বহাল থাকবে জানিয়ে বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘মেয়েরা প্রথম ম্যাচে পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে। আগামী ম্যাচেও একই ধারায় খেলতে চাই।’ প্রথম ম্যাচে হারলেও ঘুরে দাঁড়াতে চায় মালয়েশিয়া। কোচ জ্যাকব জোসেফের কথাতেই তা স্পষ্ট, ‘ধাসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএ) এর টুর্নামেন্টের জন্য আমরা এই দু’টি ম্যাচ খেলতে এসেছি। প্রথম ম্যাচে মেয়েরা কিছুটা ভীত ছিল। আশা করি আগামীকাল (আজ) সেটা রিকভার করতে পারবো। বাংলাদেশ অবশ্যই ভালো দল। তবে আমরাও নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।’ ২০১৭ সালে সিঙ্গাপুরে তিন জাতির টুর্নামেন্টে প্রথমবার মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচে মালয়েশিয়া জিতেছিল ২-১ গোলের ব্যবধানে। পাঁচ বছর পর হাফ ডজন গোল দিয়ে সেই হারের মধুর প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। আজও নিজেদের সেরা পারফরম্যান্সটি ধরে রেখে নতুন আরও একটি ইতিহাস লিখতে পারেন কিনা সাবিনারা, তাই দেখার বিষয়।