ত্রাণ নিতে গিয়ে আহত বিপ্লব মারা গেছেন

সুনামগঞ্জর তাহিরপুরে ত্রাণ নিতে গিয়ে আহত বিপ্লব মিয়া মারা গেছেন।

মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

জানা গেছে, সোমবার হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে পড়ে বিপ্লব মিয়া (৫০) আহত হন।

ওই ঘটনায় আরও সাত জন আহত হয়েছেন। তাদের তাহিরপুরসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বিপ্লবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল ৬-৭ জনের আহত হওয়ার খবর নিশ্চিত করেছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবির।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি গণমাধ্যমকে বলেছিলেন, হেলিকপ্টার কিছুটা নিচে নামিয়ে সেখান থেকে ত্রাণসামগ্রী ছুড়ে ফেলা হচ্ছিল। ত্রাণ পেতে বন্যার্তরা ছোটাছুটি হুড়োহুড়ি করতে থাকেন। এ সময় ছয়-সাতজন আহত হন।

আহতদের মধ্যে একজনের অবস্থা খারাপ বলেও তিনি জানিয়েছিলেন।