সাংবাদিক আকাশের উপর হামলাকারীদের গ্রেফতারে প্রধানমন্ত্রীর কাছে দাবী সরকারের ভাবমূর্তির স্বার্থে ফটিকছড়ি প্রতিনিধি সাংবাদিক এম এস আকাশের উপর হামলাকারী ও তাদের গডফাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবী জানিয়েছেন বাংলাদেশের সাংবাদিকদের সর্বোচ্চ জাতীয় সংগঠন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে’র সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।
তিনি গতকাল সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে চট্টগ্রামের বিক্ষুদ্ধ সাংবাদিক সমাজ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ দাবী জানান। সমাবেশ থেকে দৈনিক আজাদীর ফটিকছড়ি প্রতিনিধি সাংবাদিক এম এস আকাশের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম কারীসহ তাদের গডফাদারদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানিয়েছেন সাংবাদিক নেতারা। চট্টগ্রামস্থ ফটিকছড়ি সাংবাদিক পরিষদের সদস্য সচিব ও বিএফইউজে’র সাবেক সদস্য মো. ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজে’র সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দিন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, বিএফইউজে সদস্য আযহার মাহমুদ, একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার, সীতাকুন্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি ফোরকান আবু, ইসলামী ফ্রন্ট নেতা এড. মোছাহেব উদ্দিন বখতেয়ার, চট্টগ্রাম মহানগর পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, ধর্মপুর স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী পূণর্মিলনী পরিষদের সভাপতি মো. শাহজাহান চৌধুরী, সদস্য সচিব মো. লোকমানুল আলম, মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক আবুল বশর, উত্তর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম প্রমুখ । সমাবেশে সাংবাদিক ও পেশাজীবী নেতা রিয়াজ হায়দার চৌধুরী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব একজন প্রধানমন্ত্রী। তিনি সাংবাদিকদের কল্যাণে নানামুখী প্রকল্প গ্রহণ করেছেন। অথচ খোলস পাল্টানো এক শ্রেনীর জনপ্রতিনিধি সাংবাদিক সমাজকে রাষ্ট্রের মুখোমুখি করছে। সাংবাদিক নেতৃবৃন্দ পুলিশের প্রতি উদ্দেশ্য করে বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নিবেননা। আকাশের উপর হামলাকারীদের গ্রেফতার করুন সে যে দলের বা পক্ষেরই হোক। প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, শুধু হামলাকারী দুর্বৃত্ত নয়, সাংবাদিক আকাশের উপর হামলাকারীদের আশ্রয়দাতাদেরও খুজে বের করতে হবে। এ ঘটনার অন্তরালে যদি ফটিকছড়ির চিহ্নিত গডফাদারদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাদেরকেও ছাড় না দেয়ার দাবী জানানো হয়। বক্তারা বলেন এম এস আকাশ একজন সৎ ,সাহসী ও মেধাবী সাংবাদিক। জন প্রতিনিধির পোষাকে এক শ্রেনীর লুটেরা গোষ্ঠি ফটিকছড়িতে সরকারী বরাদ্দ লুটপাট করছে । সরকারী বালি মহাল থেকে বিনা ইজারায় বালি লুটপাট করছে । প্রেসনিউজ